ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের প্রেসসচিবকে বের করে দিলেন রেস্টুরেন্ট মালিক

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের প্রেসসচিবকে বের করে দিলেন রেস্টুরেন্ট মালিক

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের প্রেসসচিব সারাহ স্যান্ডার্স খেতে গিয়েছিলেন একটি রেস্টুরেন্টে। তবে তার আশা পূরণ হয়নি, বরং হয়েছেন অপমানিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করায় তাকে বের করে দেন রেস্টুরেন্টের মালিক। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ভার্জিনিয়ার লেক্সিংটনের ওই রেস্টুরেন্টের নাম ‘রেড হেন’। এর সহমালিক হলেন স্টেফানি উইলকিনসন। তিনি শুক্রবার রাতে তার রেস্টুরেন্ট থেকে সেখানে খেতে যাওয়া সারাহ স্যান্ডার্স ও তার পরিবারকে বের করে দেন।

এ বিষয়ে এক টুইটার বার্তায় স্যান্ডার্স বলেন, ‘তার (স্টেফানি উইলকিনসন) আচরণে আমার থেকে তার সম্পর্কে অনেক বেশি ধারণা পাওয়া যায়।’

নিজের আচরণের পক্ষে যুক্তি তুলে ধরে স্টেফানি উইলকিনসন বলেন, ‘মিসেস স্যান্ডার্স একটি অমানবিক ও অনৈতিক প্রশাসনের পক্ষে কাজ করেন।’

ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে স্টেফানি বলেন, ‘আমার স্টাফদের সঙ্গে আলাপের পর আমি ট্রাম্পের মুখপাত্রকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলি।’

তিনি বলেন, ‘আমি আমার স্টাফদের জিজ্ঞাসা করি, বলো, তোমরা আমাকে কী করতে বলো। আমি কি মিসেস স্যান্ডার্সকে চলে যেতে বলবো? স্টাফরা বলে, হ্যাঁ। এরপর আমি মিসেস স্যান্ডার্সকে চলে যেতে বলি।’

এর আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কির্সজেন নিয়েলসেনকে ওয়াশিংটন ডিসির একটি মেক্সিকান রেস্টুরেন্টে দুয়োধ্বনি শুনতে হয়েছিল। এর মাত্র কয়েকদিন পর সারাহ স্যান্ডার্সকে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়ার এ ঘটনা ঘটলো।

অধিবাসী শিশুদের তাদের বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করা, মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা ইত্যাদি বেশ কিছু বিতর্কিত নীতি নিয়ে মার্কিন প্রশাসনের চাপ বাড়তে থাকার মধ্যে রেস্টুরেন্টে মার্কিন উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলো।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়