ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাম্প-উনের বৈঠকে সিঙ্গাপুরের খরচ কোটি ডলার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্প-উনের বৈঠকে সিঙ্গাপুরের খরচ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যকার বৈঠকের জন্য সিঙ্গাপুরের খরচ হয়েছে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার (১ কোটি ৬৩ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার)। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সম্মেলন আয়োজনে ২ কোটি সিঙ্গাপুরিয়ান ডলার খরচ হয়ে থাকতে পারে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এর তীব্র সমালোচনা শুরু করলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় খরচের নতুন তথ্য প্রকাশ করে।

পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণ জানিয়েছেন, ট্রাম্প ও উনের নিরাপত্তার পেছনেই অধিকাংশ অর্থ ব্যয় হয়েছে। এছাড়া উনের হোটেল ভাড়াও এর মধ্যে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই সরকারের এই ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, আঞ্চলিক শান্তির জন্য প্রত্যেক নাগরিকের একবেলা ভাত-মুরগি মাংসের দাম এটি।

তবে বাজার বিশেষজ্ঞারা জানিয়েছেন, এই সম্মেলন আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির যা খরচ হয়েছে প্রচারণার কারণে তার অর্জিত মূল্যমান ১০ গুনেরও বেশি।

প্রসঙ্গত, গত ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও উনের মধ্যকার ঐতিহাসিক সম্মেলন হয়। তারা দুজনেই সিঙ্গাপুরে তিনদিন ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়