ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে মতদ্বৈততার জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার থেরেসা মে’র মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে রোববার মের সঙ্গে মতদ্বৈততার কারণে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

প্রধানমন্ত্রী মে তার ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সোমবার পার্লামেন্টের মুখোমুখি হতে যাচ্ছেন। এর ঠিক ৩০ মিনিট আগে জনসন তার পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন।

১০ নং ডাউনিং স্ট্রিট জনসনকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে। জনসনের পদে কাকে নিয়োগ দেওয়া হবে সে ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

বিবিসির রাজনৈতিক বিষয়ক সম্পাদক জানিয়েছেন, মের মন্ত্রিসভা থেকে জনসনের বের হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর ও কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে। কারণ মন্ত্রিসভায় জনসন কোনো সাধারণ সদস্য ছিলেন না। তার বের হওয়া যাওয়া থেরেসা মেকে দলের নেতৃত্ব ধরে রাখার বিষয়ে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়