ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইয়েমেনে সৌদি হামলায় শিক্ষার্থীসহ নিহত ৪৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইয়েমেনে সৌদি হামলায় শিক্ষার্থীসহ নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি-আমিরাতের সামরিক জোট ইয়েমেনের একটি স্কুলে বাসে বিমান হামলা চালিয়েছে। এতে ৪৩ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেরন হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে।

উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা’র স্বাস্থ্য বিভাগের প্রধান ঘানি নায়েব হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, এই প্রদেশটিতেই বিমান হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) ইয়েমেন প্রতিনিধি জোহান্স ব্রুয়ার বলেছেন, ‘অনেক লোক নিহত হয়েছে, আহতের সংখ্যা আরো বেশি। নিহতদের অধিকাংশের বয়স ১০ বছর।’

একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হুতি নিয়ন্ত্রিত প্রদেশ দাহইয়ান শহরের ব্যস্ততম একটি বাজারে এ হামলা চালানো হয়েছে।

হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, বাসটিতে এক দল শিক্ষার্থী ছিল। তারা পবিত্র কুরআন শিক্ষার ক্লাসে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল।

সৌদি-আমিরাতের সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা সাদাতে হামলা চালিয়েছে। তবে তাদের লক্ষ্যবস্তু ছিল ক্ষেপণাস্ত্র লাঞ্চার।




রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়