ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাক দিয়ে পার্ক পরিষ্কার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাক দিয়ে পার্ক পরিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : ছয়টি ‘বুদ্ধিমান’ কাক দিয়ে ফ্রান্সের একটি থিম পার্কের ময়লা অপসারণ ও পরিচ্ছন্নতার কাজ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে একটি কাক এই পরিচ্ছন্নতার কাজও শুরু করে দিয়েছে। বাকিদের সোমবার যোগ দেওয়ার কথা। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ফ্রান্সের পশ্চিমের পুই দ্য ফৌ পার্কে পড়ে থাকা সিগারেটের শেষাংশ অন্যান্য ছোটখাটো আবর্জনা সংগ্রহ করবে কাকগুলো। পরে তারা সেগুলো একটি বাক্সে এনে জমা করবে। আর পরিশ্রমের পুরস্কার হিসেবে ওই বাক্সগুলোতে থাকবে কাকদের খাবার। ইতিমধ্যে এর জন্য কাকগুলোকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

পার্কটির প্রধান কর্মকর্তা নিকোলাস ডি ভিলার্স জানিয়েছেন, এটা কেবল ওই জায়গা পরিষ্কারের বিষয় নয়।

তিনি বলেন, ‘উদ্দেশ্যটা কেবল পরিচ্ছন্নতা নয়, কারণ সাধারণত পার্কে আসা লোকজন পরিচ্ছন্নতার ব্যাপারে সতর্ক থাকে। প্রকৃতি নিজেই পরিবেশের সুরক্ষার জন্য আমাদের শিক্ষা দিতে পারে এটা দেখানোও এর উদ্দেশ্য।



রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়