ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রায়ের দিন নির্ধারণ নজিরবিহীন : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রায়ের দিন নির্ধারণ নজিরবিহীন : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করে রায়ের দিন ধার্য করাকে নজিরবিহীন বলে অভিহিত করেছে বিএনপি। এতে সরকারের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে দলটি বলছে, ‘অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্য চলার বিধান পৃথিবীর দেশগুলোতে নেই।’

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সাজানো মিথ্যা জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই সরকারের হুকুমে আরেকটি ফরমায়েসী রায়ের দিন ধার্য করেছেন নিম্ন আদালত। যেটি সম্পূর্ণরুপে বেআইনি ও নিম্ন  আদালতে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার নির্লজ্জ বহি:প্রকাশ।’

‘বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার বেআইনি খারাপ নজীর সৃষ্টিকারী সরকার। তারা জিঘাংসার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন, এটিও তার একটি। অসুস্থতাজনিত কারণে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে রায় দেওয়া হলে তাও হবে পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন ঘটনা। এই রায় হতে যাচ্ছে তুষের আগুনের মতো জ্বলতে থাকা প্রতিহিংসা পূরণের চাঞ্চল্যে’, বলেন বিএনপির এই নেতা।

সরকার গণমাধ্যমকে সম্পূর্ণরুপে নিশ্চিহ্ন করে দিতে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এবার জাতীয় সম্প্রচার নীতিমালার নামে আরেকটি ভয়ংকর আইন করতে যাচ্ছে সরকার। গত পরশু মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে একটি খসড়া নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘খসড়া আইনটিতে বলা হয়েছে-রাষ্ট্রপ্রধানের ব্যাপারে বিভ্রান্তমূলক তথ্য প্রকাশ করলে তিন বছরের জেল ও পাঁচ কোটি টাকা জরিমানা। টকশোতে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করলেও একই সাজা। নীতিমালায় আরো বলা আছে-কমিশন গঠন করে রেডিও-টেলিভিশন-অনলাইনসহ সব মিডিয়ার লাইসেন্স দেওয়া হবে এবং যেকোন কারণে তাদের লাইসেন্স তারা বাতিল করতেও পারবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার সবসময় আতঙ্কে ভোগে যে, কোন সময়, কোন গণমাধ্যমে, কোন ফাঁকে তাদের মহা দুর্নীতির মহা কেলেঙ্কারির খবর ফাঁস হয়ে পড়ে। দুর্নীতির খবর চেপে রেখে নিজেদেরকে নিরাপদ করার জন্যই কি মিডিয়ার মুখ বন্ধ করতে একের পর এক ভয়ংকর কালো আইন করে যাচ্ছে সরকার ?’

সম্প্রচার নীতিমালার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।




রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়