ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যৌন হয়রানি : পদত্যাগ ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌন হয়রানি : পদত্যাগ ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :  হ্যাশট্যাগ  মিটুতে একের পর এক নারী যৌন হয়রানির অভিযোগের পর মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বুধবার দুপুরে তিনি পদত্যাগপত্রটি পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

পদত্যাগপত্রে আকবর লিখেছেন, ‘যেহেতু আমি ব্যক্তিগতভাবে আদালতে বিচার চেয়েছি, তাই বিচারের স্বার্থে আমি আমার কার্যভার  থেকে ইস্তফা দেওয়াটাই সমীচিন মনে করছি। আমার বিরুদ্ধে যে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে, তার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবেই আইনি লড়াই লড়তে চাই। তাই আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করছি।’

৪ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি  টুইটারে  প্রথম এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন।  পরে প্রেরণা সিং বিন্দ্রা, ঘাজালা ওয়াহাব, সুতপা পালসহ একাধিক নারী আকবরের বিরুদ্ধে  অভিযোগ করেছেন।  আকবর অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।  তিনি ইতিমধ্যে রামানির বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন। সর্বশেষ রোববার আকবর জানিয়েছিলেন, এসব ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের মুখে তিনি পদত্যাগ করবেন না। বরং অন্য যেসব নারী অভিযোগ করেছে তাদের বিরুদ্ধেও তিনি মামলা করবেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়