ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মালয়েশিয়ায় ভূমিধসে ৩ শ্রমিকের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় ভূমিধসে ৩ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১২ জন। শুক্রবার সকালে পেনাং রাজ্যের বুকিত কুকুস এলাকায় এ ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন জানিয়েছে,  নির্মাণাধীন বান্দার বারু আয়ার ইতাম ও বুকিত জাম্বুল সংযোগ সড়কে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই এলাকায় চারটি কনটেইনারে শ্রমিকরা থাকতো। ভূমিধসে  কনটেইনার এবং ১২ শ্রমিক মাটির নিচে  চাপা পড়েছে। মারা যাওয়া ও নিখোঁজ শ্রমিকরা কোন দেশের তা এখনো জানা যায়নি।

এর আগে হোয়াটস অ্যাপে দেওয়া বার্তায় পেনাংয়ের অগ্নি ও উদ্ধার বিভাগ বলেছিল, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ১০ জন জীবন্ত সমাহিত হয়েছে।’

রাজ্য কর্মকর্তা ফি বুন পোহ জানিয়েছেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী বিভাগ। বেঁচে যাওয়া লোকদের হাসপাতালে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়