ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গর্বাচেভ চান না- পরমাণু অস্ত্র চুক্তি বাতিল হোক

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৪, ২২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গর্বাচেভ চান না- পরমাণু অস্ত্র চুক্তি বাতিল হোক

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৯৮৭ সালের পরমাণু অস্ত্র চুক্তি বাতিলের পরিকল্পনা পরমাণু নিরস্ত্রীকরণ অর্জনের প্রচেষ্টার বিপরীত।

দি ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি’ নামের ওই চুক্তি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়েছিল।

কয়েক দশকের পুরোনো চুক্তিতে পরমাণু অস্ত্রের বিস্তার রোধের কথা বলা হয় ও ভূ-উৎক্ষেপিত মধ্যম সারির (৫০০ কিলোমিটার থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার রেঞ্জের) ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়।

গর্বাচেভ পরমাণু অস্ত্র চুক্তি বাতিলের ট্রাম্পের পরিকল্পনার ‘বুদ্ধিভিত্তিক দিক’ নিয়ে প্রশ্ন তোলেন।

ট্রাম্পের অভিযোগ, রাশিয়া বহু বছর ধরে পরমাণু অস্ত্র চু্ক্তি লঙ্ঘন করে আসছে। তাই তিনি এ চুক্তি আর চান না।

রাশিয়া ট্রাম্পের এই চুক্তি বাতিলের পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, তার এর প্রত্যুত্তর দেবে।

রাশিয়া জানিয়েছে, এই চুক্তি বাতিলের ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে সফররত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোলটনের কাছ থেকে ব্যাখ্যা চাইবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের মৈত্রীদের মধ্যে জার্মানি প্রথম পরমাণু অস্ত্র চুক্তি বাতিলের ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেছে। তারা এই চুক্তি বাতিলের পরিণামের ব্যাপারে চিন্তা করতে অনুরোধ করেছে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/২২ অক্টোবর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়