ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আদালত সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আদালত সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন’

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, সাজা হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে এজন্য তাকে আদালতে আপিল করতে হবে এবং আদালতে তা গৃহীত হতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা কোনো ব্যক্তি নিয়ে কাজ করি না। এটা আইনেই স্পষ্ট, দুই বছরের বেশি সাজা পাওয়া ব্যক্তির একটি নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন করবেন কি না-সেটা আমরা জানি না। তিনি যদি আদালতে আপিল করেন, আদালত যদি আপিলে সাজা স্থগিত করেন, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। আর আদালত যদি তা স্থগিত না করেন, তাহলে আমাদের পক্ষে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আদালত যদি আপিলের আবেদনটি গ্রহণ করেন, তাহলে উনাদের মতো লোকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে সবকিছু নির্ভর করবে আদালতের ওপর। আদালত যেভাবে আদেশ দেবেন, আমরা সেভাবে কাজ করব।’

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রাষ্ট্রের মুখপাত্র। রাষ্ট্রে সরকার আছে, বিরোধীদল আছে। যাই করি, আমরা সংবিধানের বাইরে যেতে পারব না।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনি কাঠামো না পেলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ নেই। আইনি কাঠামো পেলে মিনিমাম হলেও ইভিএম ব্যবহার করা হবে।’




রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৮/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়