ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মার্কিন প্রতিনিধি পরিষদে রেকর্ড সংখ্যক নারীর বিজয়

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্কিন প্রতিনিধি পরিষদে রেকর্ড সংখ্যক নারীর বিজয়

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ বা 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভস'-এ বিপুল সংখ্যক নারী বিজয়ী হয়েছেন। মার্কিন কংগ্রেসের গবেষণা বিভাগের বরাত দিয়ে বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

বুধবার সকালে সিএনএন ফলাফলের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে জানিয়েছে, প্রতিনিধি পরিষদে এবার ৯৬ জন নারী সদস্য বিজয়ী হতে যাচ্ছেন। এর আগে এই সংখ্যা ছিল ৮৫ জন। সেই হিসেবে এবারের প্রতিনিধি পরিষদ নির্বাচনে রেকর্ড সংখ্যক নারীই বিজয়ী হচ্ছেন।

এবারের ৯৬ জন নারীর মধ্যে ৩১ জনই প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। বাকী ৬৫ জন আগে থেকেই প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন।

প্রতিনিধি পরিষদের এবারের নির্বাচনে নারীরা একাধিক রেকর্ড করেছেন। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট ২৯ বছরের আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ কংগ্রেসে সর্বকনিষ্ঠ নারী হিসেবে যোগদান করে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি ৭৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  মিনেসোটা ও মিশিগান রাজ্যের দুই ডেমোক্র্যাট রাজনীতিবিদও হয়েছেন ইতিহাসের অংশ। ইলহান ওইমার ও রাশিদা ত্লাইব মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রথম আদিবাসী নারী হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন কানসাস রাজ্যের শারিস ডেভিডস ও নিউ মেক্সিকো রাজ্যের ডেব্রা হালান্ড।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ