ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বয়স কমাতে মামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বয়স কমাতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক : আইনগতভাবে নিজের বয়স কমানোর দাবিতে মামলা করেছেন এক ডাচ অবসরভোগী। বৃহস্পতিবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এমিরি রেটেলব্যান্ড নামে ৬৯ বছরের ওই বৃদ্ধ তার বয়স ২০ বছর কমিয়ে জন্মদিন ১৯৪৯ সালের ১১ মার্চ থেকে ১৯৬৯ সালে পরিবর্তন করার দাবি জানিয়েছেন।

এর স্বপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেছেন, ‘আপনি আপনার নাম পরিবর্তন করতে পারছেন। আপনি লিঙ্গ পরিবর্তন করতে পারছেন। তাহলে বয়স নয় কেন?’

রাজধানী আমস্টার্ডামের দক্ষিণ-পূর্বের শহর আরনহেমের স্থানীয় আদালত চার সপ্তাহ পরে এই মামলার ব্যাপারে আদেশ দিবেন বলে জানানো হয়েছে।

ডাচ সংবাদমাধ্যম আলজেমিন ডাগব্লাদ জানিয়েছে, আদালত এই মামলার ব্যাপারে সংশয় প্রকাশ করে জানিয়েছে, কারো জন্মদিন পরিবর্তনের আইনি প্রক্রিয়া অনুমোদিত নয়। তবে এমিরি রেটেলব্যান্ড এর বিপক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন,  বয়সের কারণে তিনি বৈষম্য বোধ করছেন। এর কারণে তার চাকরির সুযোগ সংকুচিত হয়েছে এবং তার প্রেম সংক্রান্ত অ্যাপ টিন্ডারে তার সফলতার মাত্রা কমছে।

তিনি বলেন. ‘আমি যখন ৬৯-এ তখন আমার সুযোগ কমছে। আমি যদি ৪৯-এ থাকি তাহলে আমি নতুন একটি বাড়ি কিনতে পারছি, বিভিন্ন গাড়ি চালাতে পারছি। আমি অনেক বেশি চাকরির সুযোগ পাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি যখন টিন্ডারে থাকি এবং বলি আমার বয়স ৬৯, আমি কোনো উত্তর পাই না। আমার এই চেহারা দেখিয়ে যখন ৪৯ বলব, তখন আমি বেশ সুখকর অবস্থায় খাকব।’




রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়