ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনিবন্ধিত দল জোটে নির্বাচনে অংশ নিতে পারবে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনিবন্ধিত দল জোটে নির্বাচনে অংশ নিতে পারবে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে অংশ নিতে পারবে। বিষয়টি তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জানাতে হবে। 

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন। ওই তিন দিন কবে থেকে শুরু হবে, তা জানাননি তিনি।

অনিবন্ধিত রাজনৈতিক দলের নেতারা নিবন্ধিত দলের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন কি না- সাংবাদিকের এমন জবাবে ইসি সচিব বলেন, ‘‘এটি আইনে নেই। কিন্তু যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অনিবন্ধিত দলের প্রার্থীকে নিজের দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে তো আমরা বাধা দিতে পারব না।’’

জোটগতভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে। আজ দলগুলোকে এ বিষয়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন হেলালুদ্দীন আহমদ।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে ইসি। এই দলের সদস্যরা স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে কি না-  জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘‘তারা অন্য দলের প্রতীকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে তাদের আটকানোর মতো আইন বাংলাদেশে নেই।’’

সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অনিবন্ধিত দলের নেতারা ইসির সঙ্গে বৈঠক করেছেন।

প্রার্থীদের প্রচারের বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘‘প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আগামী সাত দিনের মধ্যে আগাম প্রচার-প্রচারণা সরিয়ে ফেলতে হবে।’’

এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব। নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৮/হাসিবুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়