ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানবপাচারের অভিযোগে ভানুয়াতুতে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ২৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানবপাচারের অভিযোগে ভানুয়াতুতে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে মানবপাচারের অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম ভানুয়াতু ডেইলি পোস্ট এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃত ওই দম্পতির নাম সেকদাহ সুমন ও নাবিলা  বিবি। এদের মধ্যে সুমন জিম্বাবুয়ে ও নাবিলা মরিশাসের পাসপোর্ট ব্যবহার করেছিলেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুমন-নাবিলা দম্পতির মালিকানায় মিস্টার প্রাইস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে ভানুয়াতুতে। তারা এ দুজন এ পর্যন্ত ৯২ জনকে অবৈধভাবে ভানুয়াতুতে নিয়ে এসেছেন। গত সেপ্টেম্বর থেকে গ্রেপ্তারের আগ পর্যন্ত  বাংলাদেশ থেকে ১২ জনকে অবৈধভাবে ভানুয়াতুতে নিয়ে এসেছেন তারা। উচ্চ বেতনে কাজের প্রত্যাশা দেখিয়ে তাদের কাছ থেকে চার থেকে আট হাজার মার্কিন ডলার করে  নিয়েছেন এই দম্পতি। ভানুয়াতুতে আনার পর তাদের ওপর নির্যাতন করা হতো। এমনকি দেশে ফিরতে চাইলে উল্টো অর্থ দাবি করা হয়।

বুধবার সুমন ও নাবিলাকে আদালতে হাজির করা হয়। এই দুজনের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে উল্লেখ করে আদালত তাদের জামিন না মঞ্জুর করেছেন।




রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়