ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আপিলেও প্রার্থিতা ফিরে পাননি মীর নাছির

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপিলেও প্রার্থিতা ফিরে পাননি মীর নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল টেকেনি। সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচন কমিশনে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পাননি।

তবে চট্টগ্রাম-১ ও চট্টগ্রাম-৩ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির আগে নির্বাচন কমিশনে মীর মোহাম্মদ নাসিরের আপিল শুনানি শুরু হয়। পরে তার শুনানি স্থগিত রেখে মধ্যাহ্ন বিরতির পর আবার দ্বিতীয় দফা শুনানি হয়। চূড়ান্ত শুনানি শেষে মীর মোহাম্মদ নাসির উদ্দিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। 

চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমীন এবং চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা আপিলে নিজেদের মনোনয়নপত্র বৈধ বলে রায় পেয়েছেন। এর ফলে তারা ফিরে পেলের তাদের প্রার্থিতা। 





রাইজিংবিডি/চট্টগ্রাম/০৬ ডিসেম্বর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়