ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫০টি সংরক্ষিত আসনের দাবি হিন্দু মহাজোটের

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ২২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫০টি সংরক্ষিত আসনের দাবি হিন্দু মহাজোটের

নিজস্ব প্রতিবেদক : জাতীয়  সংসদে  হিন্দু সম্প্রদায়ের  প্রতিনিধিত্ব  নিশ্চিত করতে ৫০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার  দাবি জানিয়েছে বাংলাদেশ  জাতীয়  হিন্দু মহাজোট।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।

তিনি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ১৯৭২ সাল এখন পর্যন্ত সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্ত পূর্বক বিচার করার জন্য একটি স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান।

এ সময় জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহ সভাপতি ড. সোনালী দাস, বি বি গ্বোসামী, প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় ভট্রাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/ মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়