ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলা, নিহত ৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোমালিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে বোমা হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো শনিবার  এ তথ্য জানিয়েছে।

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ হুসেইন জানান, প্রথম বোমাটি বিস্ফোরণের পরপর দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এটি কী ধরণের বোমা ছিল তা এখনো জানা যায়নি।

তিনি বলেছেন,‘প্রথম গাড়িবোমাটি একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয় এবং পাঁচজন নিহত হয়, যাদের অধিকাংশ নিরাপত্তা বাহিনীর সদস্য। আরো চারজন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। দ্বিতীয় বিস্ফোরণটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দ্বিতীয় বোমাটি বিস্ফোরণের স্থানে তিনি অন্তত দুটি মৃতদেহ দেখেছেন।

আহমেদ আদবি নামে এক পুলিশ কর্মকর্তা জানান, যে তল্লাশি চৌকিতে গাড়িবোমটি বিস্ফোরিত হয়েছে সেখান থেকে প্রেসিডেন্টের বাসভবন মাত্র ৪০০ মিটার দূরে।

আল-শাবাব দুটি হামলারই দায় স্বীকার করেছে। দ্বিতীয় হামলাটির প্রসঙ্গে বলেছে, যারা প্রথম হামলার জবাব দিতে যাচ্ছিল তাদের লক্ষ্য করে দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়