ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ধানের শীষের ২২ জনের প্রার্থীতা বাতিলের দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানের শীষের ২২ জনের প্রার্থীতা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক : ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ব্যানারে জামায়াতের ২২ জন নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের প্রার্থীতা বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছে করেছে প্রজন্ম-৭১।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চিঠি দিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তারা এই দাবির কথা জানান।   

সাংবাদিকদের তারা বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। ৭১ সালে দেশ  বিরোধী ভুমিকার জন্য তাদেরকে অপরাধী দল আখ্যায়িত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক জোটের অংশ হিসেবে জামায়াতের ২২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। যেখানে ওই দলের উচ্চ পর্যায়ের নেতারা ছাড়াও শাস্তি প্রাপ্তদের উত্তরসূরীরাও রয়েছে।

তারা বলেন, আমরা পর্যবেক্ষন করছি। প্রয়োজনে আইনের আশ্রয় নেব।

এ সময় উপস্থিত ছিলেন তৌহিদ রেজা নুর, আসিফ মুনির, নুজহাত চৌধুরী।



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়