ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেক্সিকো দেয়ালের জন্য বহু বছরের অচলাবস্থায় প্রস্তুত ট্রাম্প

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকো দেয়ালের জন্য বহু বছরের অচলাবস্থায় প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিন সপ্তাহ ধরে চলমান আংশিক সরকারি অচলাবস্থা বছরের পর বছর ধরে চালিয়ে তিনি যাওয়ার জন্য তিনি প্রস্তুত।

ডেমোক্র্যাটদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, কংগ্রেসকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেয়াল তৈরির জন্য তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতেও প্রস্তুত।

মেক্সিকো দেয়ালের জন্য অর্থায়ন না হলে কোনো প্রকার বিলে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন ডেমোক্র্যাটরা।

কোনো বিল পাশ না হওয়ায় গত ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি অচলাবস্থা শুরু হয়েছে। এর ফলে প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা বেতন ছাড়া রয়েছেন।

হোয়াইট হাউসে শুক্রবারের বৈঠক নিয়ে প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘বৈঠক খুবই ফলপ্রসূ ছিল।’

তবে তিনি স্বীকার করেন যে, বৈঠকে প্রয়োজন হলে বছরের পর বছরের জন্য সরকারি সংস্থা বন্ধের হুমকি তিনি দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি বলেছি। আমি নিশ্চিতভাবেই বলেছি। আমি মনে করি না, এটি ঘটবে। তবে ঘটলে আমি প্রস্তুত।’

তিনি বলেন, ‘আমি যা করছি তার জন্য খুবই গর্বিত। আমি এটিকে অচলাবস্থা বলবো না। আমি এটিকে বলবো, দেশের জন্য আপনি যা করলে ভালো হবে তা করা।’

জরুরি প্রেসিডেনশিয়াল ক্ষমতা ব্যবহারের কথা বিবেচনা করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটি করতে পারি। আমরা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারি এবং খুব দ্রুত দেয়াল তৈরি করতে পারি। এটি আরেকটি উপায় দেয়াল তৈরি করার।’

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়