ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডিভোর্সের কথা এসএমএসে জানানো হবে সৌদি নারীদের

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিভোর্সের কথা এসএমএসে জানানো হবে সৌদি নারীদের

আন্তর্জাতিক ডেস্ক : আগে সৌদি আরবের নারীরা অনেক সময় তাদের বিবাহ বিচ্ছেদ তথা ডিভোর্সের কথা জানতে পারতেন না। তবে সেই ব্যবস্থার ইতি ঘটতে যাচ্ছে।

সৌদি আরবে নতুন আইন পাশ করা হয়েছে। রোববার থেকে কার্যকর হতে যাওয়া আইন অনুসারে আদালতগুলো নারীদেরকে তাদের ডিভোর্সের আদেশ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে।

স্থানীয় নারী আইনজীবীরা জানিয়েছেন, নতুন এ আইনের ফলে ‘সিক্রেট ডিভোর্স’ বা ‘গুপ্ত বিবাহ বিচ্ছেদ’ এর ইতি ঘটবে। সিক্রেট ডিভোর্সের ক্ষেত্রে পুরুষরা তাদের স্ত্রীদেরকে না জানিয়ে ডিভোর্স দিতে পারতেন। এখন থেকে সেটি আর পারবেন না।

নারী আইনজীবীরা জানান, এ আইনের ফলে নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত থাকবেন এবং তাদের ভরণপোষণের অধিকার রক্ষিত হবে।

তবে ডিভোর্স সংক্রান্ত নতুন এ আইন সত্ত্বেও সৌদি নারীরা পুরুষদের অভিভাবকত্বের অধীনে থাকবে।

উল্লেখ্য, গত বছর সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়