ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘পিএস নিয়োগ: হয়তো এটা দিয়ে পারফরমেন্স বিবেচনা হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পিএস নিয়োগ: হয়তো এটা দিয়ে পারফরমেন্স বিবেচনা হবে’

সচিবালয় প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী বেছে বেছে খোঁজখবর নিয়ে এটা করেছেন (পিএস নিয়োগ দিয়েছন)। আমার মনে হয় বিষয়টি ভালোই হয়েছে। আবার এটাও মিন করে মন্ত্রীদের সঙ্গেও তিনি (প্রধানমন্ত্রী) আছেন। হয়তো এটা দিয়ে পারফরমেন্স বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রীর পছন্দে সদ্য গঠিত মন্ত্রিসভার সব সদস্যদের একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রথম এভাবে একদিনে সব মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দিল সরকার। এ নিয়োগে প্রধানমন্ত্রীর বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি না-এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন। বৃহস্পতিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘কোনো অসুবিধা নেই। পিএম পছন্দ করে দিয়েছেন। এটা অনেকের ক্যারিয়ার বা তাদের কাজের যে অভিজ্ঞতা কাজে লাগবে।’



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়