ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় জরিপ করে করদাতা বৃদ্ধির পরামর্শ মুহিতের

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় জরিপ করে করদাতা বৃদ্ধির পরামর্শ মুহিতের

অর্থনৈতিক প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রকে রিক্রুট করতে পারেন। ঢাকাতেই বাড়ি বাড়ি গিয়ে তারা জরিপ করবে। কে কত টাকা ও কতগুলো বাড়ির মালিক। মানুষের চরিত্রে পরিবর্তন আনার জন্য এ পদক্ষেপ নিতে পারেন। আপনি নেতৃত্ব নেন। আমি আপনার পিছনে আছি। আপনি চাইলে করদাতার সংখ্যা ১ কোটি করতে পারবেন।

নতুন দায়িত্ব নেওয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কনফারেন্স কক্ষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা ও নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বরণ অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি সাহিত্যের ছাত্র ছিলাম। পড়াশুনা শেষ করে ১৯৫৬ সালে সিভিল সার্ভিসে যোগ দিলাম। সে সময়কার রেলওয়ে ডিপার্টমেন্টে যোগ দেই। পরে এটা পূর্ণ মন্ত্রণালয় হয়।’

তিনি বলেন, ‘সেই চাকরির সুবাদে ১৯৬২ সালে জাতীয় বাজেটে রেলওয়ে বাজেট করার দায়িত্ব পড়ে আমার ওপর। এরপর ১৯৬২ সালের পর থেকে আমাকে প্ল্যানিং আর ফাইন্যান্সের বাইরে আর কোনো কাজ করতে হয়নি।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি চলে যাব এটা আমি আগে থেকেই জানতাম। তাই আগে থেকেই আমি কিছু পদক্ষেপ নিয়ে রেখেছি। যেমন প্রতিবারিই আমরা বাজেট আলোচনা জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু করতাম। কিন্তু আমি এবার ডিসেম্বরে বাজেট আলোচনা শুরু করে দিয়েছি।’

নতুন অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে মুহিত বলেন, আগামী অর্থবছরের জন্য একটা বাজেট কাঠামো আমি তৈরি করেছি। আপনি এটা অর্থ মন্ত্রণালয়ে পাবেন। এটা ধরে আপনি বাজেট করতে পারবেন।

তিনি বলেন, আমি ২০০১ সালেই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু পরে চিন্তা করলাম শৈশব বয়সে এত এত স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নগুলোর কী হবে।

মুহিত বলেন, গত ১০ বছরে আমরা যা অর্জন করেছি এর পিছনে আছেন একজন। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাকে বুড়ো বয়সে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর আচরণ অনেক প্রগ্রেসিভ ছিল। এটাও বাংলাদেশের উন্নয়নের অনেক বড় একটা কারণ।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দৃষ্টি আকর্ষণ করে মুহিত বলেন, ‘আজকে আমি কিছু অঙ্গীকার করছি। এগুলো আগামী বছরের বাজেটের তৈরি করে রেখে এসেছি। আপনি চাইলে এটা ধরে কাজ করতে পারবেন। এছাড়া যখনই প্রয়োজন হবে সহযোগিতার জন্য আসবো।’

আরো পড়ুন:


 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়