ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুষ্টিয়া শহরে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়া শহরে অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া শহরে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া সিএনজি অটোরিকশা মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সিএনজি অটোরিকশা মালিক ও চালক সমিতির আমলা শাখার উদ্যোগে মিরপুর উপজেলার আমলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় কুষ্টিয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির আমলা শাখার সভাপতি খন্দকার আব্দুল রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক, মিরপুর উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘আমরা খেটে খাওয়া মানুষ। এই অটোরিকশা চালিয়ে দুই বেলা দুই মুঠো ডাল-ভাত খায়। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা করি। আমরা গরীব মানুষ, আমাদের সংসার চলে অটোরিকশা চালিয়ে। কুষ্টিয়া শহরে অটোরিকশা ঢুকতে না দিলে আমরা না খেতে পেরে মারা যাবো।’’ 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কুষ্টিয়া শহরে সিএনজি চলাচল করতে না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজন হলে বাস চলাচল বন্ধ করে দেবেন। 

এ সময় জেলার দুই শতাধিক সিএনজি অটোরিকশা চালক ও মালিক উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/২৪ জানুয়ারি ২০১৯/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়