ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জিম্বাবুয়েতে স্বর্ণ খনির ৬০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়েতে স্বর্ণ খনির ৬০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের একটি স্বর্ণ খনিতে পানি প্রবেশ করায় অন্তত ৬০ শ্রমিক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাজধানী হারারে থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটেছে বলে সরকারের এক মন্ত্রী জানিয়েছেন।

স্থানীয় সরকার মন্ত্রী জুলাই মোইও জানিয়েছেন, খনির দুটি খাদে ৬০ থেকে ৭০ জন শ্রমিক আটকা পড়ে আছে। মঙ্গলবার খনিটিতে হঠাৎ করে পানি প্রবেশ করে প্লাবিত হয়।

প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছেন।

সরকারি খনি প্রকৌশলী মাইকেল মুনোদাওয়াফা বার্তা সংস্থা  এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকারের মধ্যে এ ঘটনা ঘটেছে। আটকে পড়া শ্রমিকদের খুঁজে পাওয়ার আশা ক্ষীণ। ইতোমধ্যে ২৪ ঘন্টা পেরিয়ে গেছে।

তিনি জানান, আটকে পড়াদের উদ্ধারের জন্য প্লাবিত খাদ থেকে পাম্পের মাধ্যমে পানি বের করার অক্লান্ত চেষ্টা চালানো হয়েছে।

মুনোদাওয়াফা আরো জানান, পানি বের করা, আটকে পড়া শ্রমিকদের খাবার সরবরাহ এবং উদ্ধারকারী দল, যাতায়াত ও নিহতদের সৎকারের জন্য সরকার দুই লাখ মার্কিন ডলার অনুদানের আহ্বান জানিয়েছে।

জিম্বাবুয়েতে মূল্যাবান প্লাটিনাম, হীরা, স্বর্ণ, কয়লা ও কপারের খনি আছে। তবে দেশটি গত কয়েক দশক ধরে গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে।




রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়