ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছিলেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্কিন সরকারের কাছ থেকে এ সংক্রান্ত অনুরোধ পাওয়ার পর এ মনোনয়ন দিয়েছিলেন আবে।

রোববার জাপানি পত্রিকা আসাহির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার  সঙ্গে আলোচনা শুরু ও উত্তেজনা প্রশমণের জন্য আবে তাকে নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছিলেন। জাপানি প্রধানন্ত্রী তাকে পাঁচ পৃষ্ঠার মনোনয়নপত্রের ‘সবচেয়ে সুন্দর কপি’ দিয়েছিলেন বলে হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে জানিয়েছেন ট্রাম্প।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আসাহি জানিয়েছে, গত বছরের জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্প নোবেল শান্তি পদকের জন্য সমর্থন দিতে প্রধানমন্ত্রী আবের প্রতি অনুরোধ জানিয়েছিল মার্কিন সরকার।

জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন,ট্রাম্পের মন্তব্যের বিষয়টি মন্ত্রণালয় জানে। তবে দুই নেতার মধ্যকার বিষয়ে মন্তব্য করা থেকে মন্ত্রণালয় সংযত থাকবে।

নোবেল ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মনোনয়নের যোগ্যতা রয়েছে এমন যে কাউকে নোবেল শান্তি পদকের জন্য যে কেউ মনোনয়ন দিতে পারবেন। ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, কোনো মনোনয়ন বাতিল হলে পরবর্তী ৫০ বছরে সেই নাম প্রকাশ করা যাবে না।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়