ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাম্পকে অপসারণের ‘আলাপ’ তদন্ত করবেন সিনেটর

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পকে অপসারণের ‘আলাপ’ তদন্ত করবেন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ করতে ২০১৭ সালে আলোচনা হয়েছিল বলে যে অভিযোগ আছে তার তলানি পর্যন্ত তদন্তের শপথ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের বিচার বিভাগ সম্পর্কিত কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম। প্রয়োজনে এ জন্য তিনি আদালতের তলবনামা পাঠানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি এফবিআইয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান এন্ড্রু ম্যাকক্যাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে ২৫তম সংশোধন কার্যকর করতে যে সদস্য সংখ্যার প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছিলেন প্রাক্তন উপ-অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন।

রোসেনস্টেইন অবশ্য এই ধরনের আলোচনার কথা এর আগেও অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের ২৫তম সংশোধনে বলা হয়েছে, কোনো প্রেসিডেন্ট অযোগ্য হলে তাকে অপসারণ করা যাবে।

এন্ড্রু ম্যাকক্যাবে রোববার যুক্তরাষ্ট্রের সিবিএস টিভির ‘সিক্সটি মিনিটস’ নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্পকে অপসারণে রোসেনস্টেইন যে আলোচনা করেছিলেন সে সম্পর্কে কথা বলেন। এরপরই লিন্ডসে গ্রাহাম এ ব্যাপারে তদন্তের কথা দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন।

তথ্যসূত্র : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়