ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাইজেরিয়ায় ভবন ধস, শিশুসহ বহু মানুষ আটকা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাইজেরিয়ায় ভবন ধস, শিশুসহ বহু মানুষ আটকা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের একটি ভবন ধসে বহু মানুষ আটকা পড়েছে। বুধবার জরুরি সেবা বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম  ফারিনলয়ি জানিয়েছেন, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শিশুসহ বহুলোক ভবনটিতে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ ভবনটির তৃতীয় তলায় একটি বেসরকারি স্কুল ছিল। স্থানীয় সময় সকাল ১০টায় ভবনটি ধসে পড়ে।

রয়টার্স জানিয়েছে, ভবনটি লাগোসের ইতা-ফাজি এলাকায় অবস্থিত। ওই এলাকায় উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অপসারণের কাজ করছে। কয়েক হাজার মানুষ ওই এলাকাটি ঘিরে রেখেছে। অনেকে বাড়ির ছাদ কিংবা সড়কে জড়ো হয়েছে।

দুর্বল নির্মাণ সামগ্রী ও নিয়ন্ত্রণের অভাবের কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ২০১৬ সালে একটি ভবন ধসে শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়