ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গাজায় ইসরায়েলের বিমান হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় শুক্রবার ক্ষমতাসীন হামাসের ভবন লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিন এলাকা থেকে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা জবাব দেয় ইসরায়েল।

বিমান হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যে ছয়টি ভবনে হামলা চালানো হয়েছে সেগুলো হামাসের নিরাপত্তা বাহিনী ব্যবহার করতো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলার কারণে শক্তিশালী বিস্ফোরণে গাজার ভবনগুলো কেঁপে উঠেছিল। বিস্ফোরণস্থল থেকে বিচ্ছুরিত আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে, ওই এলাকা আলোকিত হয়ে পড়ে। হামাসের সামরিক শাখা ও তাদের মিত্র সংগঠন ইসলামিক জিহাদের অবকাঠামো লক্ষ্য করে ৩০টি হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজায় ‘সন্ত্রাসীদের এলাকা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে ২০১৪ সালে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল হামাস। বৃহস্পতিবার রাতে হামলার পরপর গাজা থেকে ৮০ কিলোমিটার উত্তরে তেল আবিবের ওই এলাকায় হামলার সাইরেন বেজে ওঠে। রকেট ধ্বংস করার জন্য আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। তবে কোনো রকেট ভূপাতিত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়