ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্রাইস্টচার্চে মসজিদে হত্যাযজ্ঞ : ট্রাম্পের নিন্দা

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রাইস্টচার্চে মসজিদে হত্যাযজ্ঞ : ট্রাম্পের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলার ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেন, মসজিদে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর নিউজিল্যান্ডের জনগণের প্রতি আমার উষ্ণ সমবেদনা এবং শুভকামনা। মসজিদে ৪৯ জন নিরীহ মানুষ এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় মারা গেলেন, আরো অনেকে গুরুতর আহত হলেন। নিউজিল্যান্ডের পাশে থেকে যুক্তরাষ্ট্র তার সাধ্যমতো সবকিছু করবে। স্রষ্টা সবার সহায় হোন।



প্রসঙ্গত, নিউজিল্যান্ডের দুটি মসজিদে শুক্রবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। দুটি মসজিদই ক্রাইস্টচার্চ শহরে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে ৪৮ জন।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়