ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলে ট্রাম্পের সঙ্গে বসতে রাজি উন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ১৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলে ট্রাম্পের সঙ্গে বসতে রাজি উন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় উত্তেজনার ঝুঁকি পুনর্জীবিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলেই কেবল তিনি ট্রাম্পের সঙ্গে তৃতীয় আরেকটি বৈঠকে বসতে রাজি আছেন।

শনিবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ কিমের এ মন্তব্য প্রকাশ করেছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতা উন সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলিতে শুক্রবার ভাষণ দেওয়ার সময় কিম বলেছেন, যুক্তরাষ্ট্রের আরো নমনীয় দৃষ্টিভঙ্গির জন্য তিনি চলতি বছরের শেষ নাগাদ অপেক্ষা করবেন।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য তাদের বর্তমান হিসাব-নিকাশ প্রক্রিয়া বন্ধ করা উচিৎ এবং আমাদের কাছে  নতুন করে প্রস্তাব দেওয়া উচিৎ।’

গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথম ট্রাম্প ও উনের মধ্যে বৈঠক হয়। পরে ভিয়েতনামের হ্যানয়ে ফেব্রুয়ারিতে দুজনের দ্বিতীয় বৈঠক হয়। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপ নিয়ে মতবিরোধের কারণে এ বৈঠক ভেস্তে যায়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে বলেছেন, তিনি উনের সঙ্গে তৃতীয় আরেকটি বৈঠকে বসতে চান।

শুক্রবার হ্যানয় সম্মেলনে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে উন বলেছেন, হ্যানয়ে যুক্তরাষ্ট্র তার মাথার যন্ত্রণা নিয়ে এসেছিল সম্পূর্ণ অকার্যকর একটি পথ খুঁজে বের করতে। তারা নিজেরাই মুখোমুখি বৈঠকে বসে সমস্যার সমাধানে প্রস্তুত ছিল না।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি এভাবে ভাবতে থাকে তাহলে তারা ডিপিআরকে (উত্তর কোরিয়া) এর একটি আঙ্গুলও মচকাতে পারবে না। এমনকি তারা যতোবারই আলোচনায় বসুক কোনো স্বার্থ উদ্ধার করতে পারবে না।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়