ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টয়লেটে ক্যামেরা রেখেছিলেন নিউ জিল্যান্ডের সেনা কর্মকর্তা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টয়লেটে ক্যামেরা রেখেছিলেন নিউ জিল্যান্ডের সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে নিউ জিল্যান্ডের দূতাবাসের টয়লেটে গোপন ক্যামেরা রাখায় অভিযুক্ত হয়েছেন দেশটির এক প্রাক্তন শীর্ষ সামরিক কর্মকর্তা। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছেন।

আলফ্রেড কিটিং নামের ওই কর্মকর্তাকে অন্তরঙ্গ ভিডিও তৈরির দায়ে ১৮ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। ২৫ জুন তাকে এ দণ্ড দেওয়া হবে।

২০১৭ সালে দূতাবাসের টয়লেট থেকে ক্যামেরাটি উদ্ধার করা হয়। নিউ জিল্যান্ডের রাজকীয় নৌবাহিনীর প্রাক্তন এই কর্মকর্তা ওই সময় দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। ওই বছরের এপ্রিলে অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টের শুনানিতে জানানো হয়, ক্ষুদ্র ক্যামেরাটি টয়লেটে মেঝে পড়ে যাওয়ার পর দূতাবাসের এক কর্মী তা দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন এটা হয়তো মেমোরি ড্রাইভ।  পরে এর মধ্যে ক্ষুদ্র লেন্স ও নির্মাণকারী প্রতিষ্ঠান ব্রিক হাউজ সিকিউরিটির নাম দেখতে পান তিনি।

তদন্তকারীরা পরে কিটিংয়ের ল্যাপটপ পরীক্ষা করে দেখতে পান, ব্রিক হাউজ সিকিউরিটির ওয়েবসাইটে ঢুকেছিলেন কিটিং। ক্যামেরার ভেতরে এসডি কার্ড পরীক্ষা করে সেখানে পাওয়া নমুনার সঙ্গে কিটিংয়ের ডিএনএ’র মিল পাওয়া গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়