ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আয়ারল্যান্ডে দাঙ্গায় সাংবাদিক নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডে দাঙ্গায় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  উত্তর আয়ার‌ল্যান্ডের লন্ডনডেরিতে দাঙ্গা চলাকালে ছোড়া গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার পুলিশ আইরিশ জাতীয়তাবাদিদের এলাকা ক্রেগানে অভিযান চালায়। রোববার সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছে এবং এটি ঠেকাতে সেখানে অভিযান চালানো হয় বলে দাবি পুলিশের। পুলিশি অভিযানের সময় জাতীয়তাবাদিরা হামলা চালায় তাদের ওপর। পুলিশেকে লক্ষ্য করে অন্তত ৫০টি পেট্রোল বোমা ছোড়া হয়েছে। এছাড়া পুলিশের দুটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।

উত্তর আয়ারল্যান্ডের প্রধান সহকারি পুলিশ কনস্টেবল মার্ক হ্যামিলটন শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘দুভ্যার্গবশত গত রাত ১১টার দিকে এক বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ল্যারি ম্যাককি নামের ২৯ বছরের এক নারী গুলিতে আহত হন এবং পরে মারা যান।’

তিনি জানান, পুলিশ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে এবং একটি হত্যা তদন্ত শুরু করছে।

হ্যামিলটন বলেন, ‘আমরা বিশ্বাস করি এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা বিশ্বাস করি এটা সহিংস ভিন্নমতালম্বী জাতীয়তাবাদিদের কাজ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়