ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মোদি

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মোদি

রাইজিংবিডি ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নিয়ম মেনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন নরেন্দ্র মোদি। কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে পদত্যাগ করা রীতি। সেই রীতি মেনেই রাষ্ট্রপতি ভবনে যান নরেন্দ্র মোদি। নিজের পদত্যাগপত্র দেন রামনাথ কোবিন্দের কাছে। তা গ্রহণ করেন রাষ্ট্রপতি।

এর আগে মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে। শপথ গ্রহণের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালানোর অনুরোধ করেছেন দেশটির রাষ্ট্রপতি কোবিন্দ।

উল্লেখ্য, ১৭ তম লোকসভা নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯১টি আসনে। চলতি ১৬তম লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ৩ জুন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়