ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মঙ্গল গ্রহের অংশ চাঁদ : ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৩, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গল গ্রহের অংশ চাঁদ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ভিমড়ি খাওয়ার দশা হয়েছে। শুক্রবার ট্রাম্প বলেছেন, চাঁদ হচ্ছে মঙ্গল গ্রহের অংশ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে নিয়ে একটি টুইট করতে যেয়ে তিনি এ মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমরা যার পেছনে সব অর্থ খরচ করছি সেই নাসার চাঁদে যাওয়া নিয়ে কথা বলা উচিৎ নয়-৫০ বছর আগে আমরা সেই কাজটি করেছি। আমাদের করা আরো বড় বিষয়ের প্রতি তাদের মনোযোগ দেওয়া উচিৎ, যার মধ্যে মঙ্গল ( যার অংশ চাঁদ), প্রতিরক্ষা ও বিজ্ঞান!’

চাঁদকে নিয়ে যেসব তত্ত্ব প্রচলিত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পৃথিবী ও আরেকটি গ্রহের মধ্যে সংঘর্ষের ফলে চাঁদের উৎপত্তি। সেই হিসেবে এটাই প্রতিষ্ঠিত যে চাঁদ পৃথিবীর অংশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে নাসার কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায় নি নাসা।




রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়