ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রানওয়েতে আছড়ে পড়ল যুদ্ধবিমানের ট্যাঙ্ক

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রানওয়েতে আছড়ে পড়ল যুদ্ধবিমানের ট্যাঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গোয়ায় বিমানবন্দর থেকে উড্ডয়নকালে একটি যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খসে পড়লে রানওয়েতে আগুন ধরে যায়।

এ ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠা-নামা বন্ধ থাকে।

শনিবার দুপুর ২টার দিকে ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়ন করছিল একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান। আকাশে ওড়ার সময় বিমানটি থেকে হঠাৎ জ্বালানি ট্যাঙ্ক খসে পড়ে।

রানওয়েতে সেটি আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের একাংশে। তবে এতে ওই যুদ্ধবিমানের কিংবা পাইলটের কোনো ক্ষতি হয়নি।

প্রায় দুই ঘন্টা পর বিমানবন্দর খুলে দিলে বিমান চলাচল শুরু হয়। এর আগে রানওয়ে বন্ধ থাকায় সাতটি বাণিজ্যিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণে করে এবং কয়েকটি বিমানের শিডিউল পিছিয়ে দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ