ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৌদি বিমানবন্দরে হুতিদের রকেট হামলা, আহত ২৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি বিমানবন্দরে হুতিদের রকেট হামলা, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আবহা বিমানবন্দরে ইয়েমেনের হুতিরা রকেট হামলা চালিয়েছে। এতে ২৬ জন আহত হয়েছে বলে বুধবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেছেন, ‘আজ (বুধবার) ভোর রাত ২টা ২১ মিনিটে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী আগমন এলাকায় আঘাত হেনেছে। এই বিমানবন্দরে প্রতিদিন বিভিন্ন দেশের হাজার হাজার যাত্রী যাতায়াত করে।’

তিনি জানান, হামলাায় ২৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী (একজন ইয়েমেনি, একজন ভারতীয় এবং একজন সৌদি) এবং দুই সৌদি শিশু রয়েছে।

মালিকি জানান, আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকী ১৮ জনের আঘাত গুরুতর নয়। হামলায় বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়