ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সম্ভাবনা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান-এর সম্মেলন দ্বিতীয় দিনের মতো রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে , আসিয়ান নেতারা এই বৈঠকে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা বিষয় এবং দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বিতর্কের বিষয়ে আলোচনা করবেন।

এর আগে শনিবার ১০ দেশের নেতারা একটি যৌথ ঘোষণা দিয়েছেন। এতে সমুদ্রে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন আব্দুল্লাহ শনিবার এক টুইটে রোহিঙ্গাদের গণহত্যা পরিচালনা ও নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়াতে অবশ্যই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি থাকতে হবে।’

ইন্দোনেশিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাতালিগাওয়া বলেছেন, ‘একটি পরিচর্যা ও অংশীদারিত্বের সংগঠন হিসেবে রোহিঙ্গা ইস্যুতে প্রতিশ্রুতি রক্ষা আসিয়ানের সামর্থ্যের গুরুত্বপূর্ণ পরীক্ষা।’ ২০০৭ সালে ফিলিপাইনের চেবুতে আসিয়ানের নেতাদের দেওয়া ঘোষণা বাস্তবায়নের দাবি জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/শাহেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়