ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সংঘাত বাঁধলে নিয়ন্ত্রণ করতে পারবে না কেউ : ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংঘাত বাঁধলে নিয়ন্ত্রণ করতে পারবে না কেউ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়তে পরে এবং এটি মার্কিন সেনাদের জীবনের জন্য হুমকি হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ সেনা কমান্ডার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর রোববার ওই সেনা কমান্ডার এই হুঁশিয়ারি দিলেন।

ট্রাম্পের এই হুমকির পরের দিন রোববার তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান কিংবা অন্য কোনো প্ররোচনাকারীর মার্কিন দূরদর্শিতাকে ভুল বোঝা উচিৎ নয় এবং দুর্বলতার লক্ষণ ভাবা উচিৎ নয়। তাদেরকে কেউ মধ্যপ্রাচ্যে শিকারের লাইসেন্স দেওয়ার নিশ্চয়তা দেয় নি।

ইরানের সেনা কর্মকর্তা মেজর জেনারেল গোলামআলি রশিদ বলেছেন, তার দেশে যে কোনো হুমকির মোকাবেলা  করবে।

তিনি বলেন, ‘এই অঞ্চলে সংঘাত শুরু হলে কোনো দেশই এর ছড়িয়ে পড়া ও সময় নির্ধারণ করতে পারবে না।

ইরানি সেনাবাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এই অঞ্চলে অসদাচারণ এড়িয়ে আমেরিকা সরকারের উচিৎ মার্কিন সেনাদের জীবন রক্ষায় দায়িত্বশীল কাজ করা।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়