ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খামেনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খামেনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নজিরবিহীন এই পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে চলছে। গত সপ্তাহে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরান। এর প্রতিশোধ হিসেবে ইরানের ওপর হামলাও চালাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, ইরানের অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্র সাইবার হামলা চালিয়েছিল। এর মাধ্যমে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দুই দেশের মধ্যে যখন চরম সামরিক উত্তেজনা চলছে তখনই ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে ইরানের শত শত কোটি ডলারের সম্পদ আটকা পড়বে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন। পরবর্তী সপ্তাহে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছে।  তবে অন্যকোনো কারণেও এটি আরোপ করা হতো। মধ্যপ্রাচ্যে ইরান ‘সরকারের শত্রুতামূলক আচরণের জন্য’ খামেনি দায়ী বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ইরানের ‘সর্বোচ্চ নেতা ও তার দপ্তর এবং তার দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও দপ্তর আর্থিক উৎস ও সমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।’

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের (ওএফএসি) প্রাক্তন পরিচালক জন স্মিথ জানিয়েছেন, এর আগে যুক্তরাষ্ট্র কখনোই ইরানের কোনো রাষ্ট্রপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরো করেনি।

তিনি বলেন,‘সাধারণত আপনি যখন একজন রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যস্থল বানাবেন তখন আপনি পিছু হটছেন না। এটি তখনই ঘটবে যখন সব বিকল্প শেষ হয়ে গেছে বলে আপনি বিশ্বাস করবেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়