ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘কূটনীতির দরজা বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কূটনীতির দরজা বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র কূটনীতির দরজা বন্ধ করে দিয়েছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথটিও ওয়াশিংটন বন্ধ করে দিয়েছে মঙ্গলবার অভিযোগ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি টুইটার বার্তায় বলেছেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা এবং ইরানের কূটনৈতিক নেতার ওপর অনর্থক নিষেধাজ্ঞা আরোপ কূটনীতির পথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত কৌশলকে ট্রাম্পের মরিয়া প্রশাসন ধ্বংষ করে দিচ্ছে।’

এর আগে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, খামেনির বিরুদ্ধে নিষেধাজ্ঞার বাস্তব কোনো প্রভাব পড়বে না। কারণ বিদেশে এই ধর্মীয় নেতার কোনো সম্পদ নেই।

সোমবার নজিরবিহীনভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  গত সপ্তাহে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার জবাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়