ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী

কৃষ্ণা রানী সরকার

ক্রীড়া প্রতিবেদক : ২০১৬ সালের রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী। বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন তামিম ইকবাল। পাশাপাশি পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন তামিম।

তামিমের পাশাপাশি বর্ষসেরার পুরস্কার পেয়েছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বর্ষসেরা রানারআপ হয়েছেন দুজন। তাদের একজন ভারোত্তোলক মাবিয়া আক্তার। অপরজন শ্যুটার শাকিল আহমেদ। এদিকে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদকে। ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি বাংলাদেশের ক্রিকেটের শুরুর সেই কঠিন দিনগুলোতে শক্ত করে হাল ধরে রেখেছিলেন। এক সময় বিসিবির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজীবন সম্মাননা ও বর্ষসেরা ক্রীড়াবিদ প্রত্যেকে ২ লাখ টাকা করে পুরস্কার ও একটি ক্রেস্ট দেওয়া হয়। অন্যান্য বিভাগের বিজয়ীরা পুরস্কার হিসেবে ক্রেস্টের পাশাপাশি পান ১ লাখ টাকা করে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ