ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক টেস্ট নিষিদ্ধ স্মিথ, জরিমানাতেই পার পেলেন ব্যানক্রফট

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক টেস্ট নিষিদ্ধ স্মিথ, জরিমানাতেই পার পেলেন ব্যানক্রফট

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন। পাশাপাশি তার ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে।

আর বল টেম্পারিং করেছেন যিনি, সেই ক্যামেরন ব্যানক্রফট জরিমানাতেই পার পেয়ে গেছেন। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

রোববার সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্মিথ-ব্যানক্রফটের শাস্তির কথা জানায়। তাদের শাস্তি নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘অস্টেলিয়া দলের নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এসেছে। এই ধরনের আচরণ খেলার স্বচ্ছ গতির সঙ্গে সাংঘর্ষিক এবং ম্যাচের বিশুদ্ধতায় ক্ষতির ঝুঁকি তৈরি করে। এভাবে খেলোয়াড় এবং খেলা তার নিজস্ব ধরণ হারায়। অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথ অবশ্যই সব খেলোয়াড়দের দায়ভার বহন করবেন। তার নিষিদ্ধ হওয়াটা যথার্থ।’ 

সদ্য পাওয়া এ নিষেধাজ্ঞার কারণে জোহানেসবার্গে চতুর্থ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যাবে না স্মিথকে। শতভাগ ম্যাচ ফি জরিমানার সঙ্গে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় স্মিথকে। আর এ চারটি ডিমেরিট পয়েন্টের জন্যই পরবর্তী টেস্টে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হয়েছেন অসি অধিনায়ক। আইসিসি’র নিয়ম অনুযায়ী চার ডিমেরিট পয়েন্ট পেলে পরবর্তী এক টেস্ট কিংবা সীমিত ওভারের দুটি ম্যাচে নিষিদ্ধ হয়ে থাকেন ক্রিকেটাররা।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ। এরপর বোর্ডের সঙ্গে আলোচনা শেষে এই টেস্টের বাকি দুই দিনের জন্য অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানের ঘোষণা দেন তিনি। তার সঙ্গে দায়িত্ব থেকে সরে দাঁড়ান সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে স্মিথকে শাস্তি দিলেও ওয়ার্নারকে এখনো কোনো শাস্তি দেয়নি আইসিসি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়