ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্যাম্পে ৩১ ক্রিকেটার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্যাম্পে ৩১ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক : ১৩ মে সকাল ৮টা ৪৫ মিনিটে ক্রিকেটারদের রিপোর্ট করতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক ক্যাম্পের জন্য ৩১ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। ১৩ মে বিসিবির স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ানের তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্প।

৩১ সদস্যের প্রাথমিক দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সফরসূচী চূড়ান্ত না হলেও জানা গেছে, ৪৮ দিনের সফরের জন্য ২০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ৪ জুলাই শুরু হবে প্রথম টেস্ট অ্যান্টিগাতে। দ্বিতীয় টেস্ট ১২ জুলাই জ্যামাইকায়। ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই। এর আগে ১৯ জুলাই হবে ওয়ানডে প্রস্তুতি ম্যাচ। শেষ দুটি ওয়ানডে ২৫ ‍ও ২৮ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ফ্লোরিডায় ৪ ও ৫ আগস্ট। ৩১ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।





রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়