ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিট লবণ আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিট লবণ আমদানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : সাধারণ লবণ আমদানি নিষিদ্ধ হলেও শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য লবণ ও বিট লবণ আমদানি করা যাবে।

বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা ওই সার্কুলারে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ তে লবণ আমদানি সংক্রান্ত নীতি সংশোধন করা হয়েছে।

আমদানি নীতিতে বলা হয়েছে, সাধারণ লবণ (পরিশোধিত বা বোল্ডার) কোনোভাবে আমদানি করা যাবে না। তবে কেমিক্যাল শিল্প ও ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য লবণ আমদানি করা যাবে।

এ ছাড়া স্বীকৃত শিল্প প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য বিট লবণ আমদানি করতে পারবে। আমদানি নীতি আদেশের এই নির্দেশনা মেনে চলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিতে এই সার্কুলার জারি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/আশরাফ/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়