ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রশ্ন ফাঁস খতিয়ে দেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্ন ফাঁস খতিয়ে দেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : প্রশ্ন ফাঁসের বিষয়টি খতিয়ে দেখে এসএসসির গণিত পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, প্রশ্ন কখন ও কতোটুকু ফাঁস হয়েছে এবং সে প্রশ্ন পরীক্ষার্থীদের ওপর কতোটুকু প্রভাব ফেলেছে, এসব খতিয়ে দেখে এসএসসির গণিত পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী মঙ্গলবার বেলা আড়াইটায় ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

'একক প্রচেষ্টায় প্রশ্ন ফাঁস বন্ধ সম্ভব নয়' মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।  যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করতে সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।

 

 

 

রাইজিংবিডি/সিলেট /১৪ ফেব্রুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়