ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাইক্রোওভেনের ট্রান্সফরমারে সাড়ে ৩ কেজি সোনা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইক্রোওভেনের ট্রান্সফরমারে  সাড়ে ৩ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাইক্রোওভেনের ট্রান্সফরমারে লুকায়িত প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

রোববার  বিকেলে ফেনীর বেলাল হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি জানান,  বেলাল হোসেন সকালে বিমানবন্দরে অবতরণ করেন। শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখেন। কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসবাদের এক পর্যায়ে তার সঙ্গে করে আনা মাইক্রোওভেন খুলে ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ট্রান্সফরমার ভেঙে ইংরেজি বর্ণ ‘ই’ আকৃতির ৬৫টি সিলভার কালারের পাত পাওয়া যায়।  পরবর্তীকালে ওগুলো ঘষে সোনার অস্তিত্ব পাওয়া যায়।

জব্দকৃত সোনার ওজন প্রায় সাড়ে ৩ কোজি। বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।  এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেলাল হোসেন ওমানের মাসকাত থেকে এসেছেন। জব্দকৃত সোনার দাম প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়