ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষক নিবন্ধন : উত্তীর্ণ ৭৪ জনকে নিয়োগে রুল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষক নিবন্ধন : উত্তীর্ণ ৭৪ জনকে নিয়োগে রুল

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৭৪ জন পরীক্ষার্থীর মেধাক্রম প্রণয়ন ও মেধাক্রমের ভিত্তিতে কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বজলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল ও এনায়েত করিম।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগবঞ্চিত গোপালগঞ্জের কল্লোল বিশ্বাসসহ ৭৪ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানিকালে আদালত আজ রুল জারি করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়