ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মুসাকে গ্রেপ্তারের পর রহস্য কেটে যাবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুসাকে গ্রেপ্তারের পর রহস্য কেটে যাবে’

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘চট্টগ্রামের প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে সন্দেহভাজন মুসাকে খুঁজছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে পারলেই এ ঘটনার রহস্য বেরিয়ে আসবে।’

সোমবার বিকেলে মিরপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘বাবুল আক্তার প্রাক্তন একজন পুলিশ কর্মকর্তা। এ কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সেক্ষেত্রে তদন্তেও ব্যাঘাত ঘটতে পারে। তা ছাড়া ঘটনাটি এখনো ধোঁয়াশায় রয়েছে, তদন্ত চলছে। তদন্তে যে-ই জড়িত থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে। আর এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের এক সময়ের সোর্স মুসার নাম বেরিয়ে আসে। তাকে ধরতে পুলিশসহ সরকারের সংস্থাগুলো কাজ করছে। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তা পরিষ্কারও হবে।’

শহীদুল হক বলেন, ‘পুলিশ যেকোনো ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে। মিতু হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তেমনই করা হচ্ছে। তদন্ত করতে গিয়ে যেসব তথ্য মিলেছে তাতে এ ঘটনার অনেক কিছুই জানা গেছে।’

এর আগে তিনি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রামের জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এরপর মুসার নাম বেরিয়ে আসে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়