ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাহমুদউল্লাহ ইস্যুতে ‘পেশাদার’ মুশফিক

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহমুদউল্লাহ ইস্যুতে ‘পেশাদার’ মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : মাঠে সতীর্থ, মাঠের বাইরে তারা ‘ভায়রা’ ভাই। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পরিচয় এমনটাই। মাহমুদউল্লাহ রিয়াদকে কলম্বো টেস্টে বাদ দেওয়া হয়েছে। অফ ফর্মের কারণে মাহমুদউল্লাহকে ছাড়াই শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম চাইলে মাহমুদউল্লাহ রিয়াদকে শততম টেস্ট ম্যাচে রাখতে পারতেন। কিন্তু তিনিও মেনে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কারণ দলের প্রয়োজন সব থেকে বড়।

গল টেস্ট হেরে যাওয়ায় বাংলাদেশ দল এমনিতেই চাপের মধ্যে আছে। আগের দিন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘অনুভূতির কোনো জায়গা এখন বাংলাদেশ দলে নেই। আমরা হেরে গিয়েছি প্রথম ম্যাচ। সিরিজ টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদেরকে দ্বিতীয় ম্যাচে বাউন্স ব্যাক করতে হবে।’

ধারাবাহিকভাবে খারাপ খেলায় মাহমুদউল্লাহকে বাদ দেওয়া ছিল সময়ের দাবি! তবে মাহমুদউল্লাহ যে আবারও ফিরবেন, তা নিশ্চিত করেই বলেছিলেন সুজন। মঙ্গলবার টেস্ট অধিনায়কও মাহমুদউল্লাহ ইস্যুতে ‘পেশাদার’। আত্মীয়তার সম্পর্ককে বাইরে রেখে মুশফিকুর রহিম বাংলাদেশ দলের কথা চিন্তা করেছেন।

মাহমুদউল্লাহ ইস্যুতে মুশফিক মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই দ্বিতীয় টেস্ট খেলছেন না।  উনি ওয়ানডে স্কোয়াডে আছেন, তাই এখানেই থাকছেন। এ রকম ঘটনা যে কোনো ক্রিকেটারের সঙ্গে হতে পারে। ফর্মে থেকে যে কেউ এভাবে ব্যাডপ্যাচে চলে যেতে পারে। এটা তেমন একটা প্রভাব ফেলবে না। যদিও খারাপ লাগছে, তিনি সিনিয়র খেলোয়াড়। এ রকম কেউ বাইরে গেলে খারাপ লাগবেই। সবচেয়ে বড় কথা হলো আমরা ১-০ তে সিরিজে পিছিয়ে আছি। এখন যেই খেলুক, আমি খেলি বা না খেলি, ফলাফল আমাদের পক্ষেই আনতে হবে। এখানেই আমাদের সবার মনোযোগ।’



রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/১৪ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়