ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রেডিট রেটিং ‘এএ৩’ পেয়েছে ইফাদ অটোস

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ক্রেডিট রেটিং ‘এএ৩’ পেয়েছে ইফাদ অটোস

অর্থনৈতিক প্রতিবেদক : ক্রেডিট রেটিংয়ে ‘এএ৩’ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদে কোম্পানিটি ‘এএ৩’ পেয়েছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব, ৩১ ডিসেম্বর, ২০১৬ সময়ের ব্যাংক লাইবিলিটি এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ইফাদ অটোসের এ মান নির্ধারণ করেছে সিআরএবি।

উল্লেখ, ইফাদ অটোস লিমিটেড ভারতের অশোক লেল্যান্ড কোম্পানির যান আমদানি, সংযোজন ও বাজারজাত করে থাকে। কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।




রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৭/আশিক/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়